তারাতলা মোড়ে সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল গাড়ি

 

কলকাতা: মঙ্গলবার  রাত সাড়ে বারোটা নাগাদ তারাতলা মোড়ে সাদা রংয়ের এক অ্যাম্বাসেডর পিষে দিল কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ারকে। মৃতের নাম অমিত চক্রবর্তী। ঘটনাস্থল তারাতলা মোড়। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই তারাতলা মোড়ের কাছেই গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ব্য়স্ত ছিলেন তিনি। কারণ, রাতে ওই এলাকা দিয়ে এমনিতেই দ্রুত গতিতে গাড়ি যায়। গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণ দেখভালের দায়িত্বে থাকেন ওঁরাই। এরকমই এক বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এই সিভিক ভলেন্টিয়ারের।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১২.২০ তারাতলা মোড়ে একটি অ্যাম্বাসেডর তারাতলার কর্মরত সিভিক ভলেন্টিয়ার অমিতকে সজোরে ধাক্কা মারে। অমিতকে ধাক্কা মারার পর গাড়িটি সজোরে গিয়ে ধাক্কা মারে মেট্রো রেলের পিলারে। কর্তব্যরত বাকি ট্রাফিক পুলিশ কর্মীরা গুরুতর আহত অবস্থায় অমিতকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় অভিযুক্ত চালককে। পাশাপশি এও জানা যাচ্ছে, গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। তারাতলা মোড়ে রীতিমতো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মেরে গাড়িটি এমনভাবে পিলারে ধাক্কা মারে, যাতে সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। তারাতলা মোড় এমনিতেই জনবহুল। কিন্তু রাতে ওই এলাকা দিয়েই চালকরা অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালান আর চালক তা নিয়ন্ত্রণ না করতে পারায় প্রাণ দিতে হল গতি নিয়ন্ত্রণ রক্ষাকারী এক সিভিক ভলান্টিয়ারকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 15 =