মেলবোর্নের ব্যস্ত রাস্তায় হাঁটছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দুই তারকার এহেন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
মেলবোর্নের একটি ক্যাফেয় বিরাট ও অনুষ্কা প্রাতঃরাশ সারেন।সেই ক্যাফের শেফের সঙ্গে ছবিও তোলেন কোহলি। বক্সিং ডে টেস্টের আগে কোহলিকে হালকা মেজাজেই দেখা গিয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া হাইভোল্টেজ বক্সিং ডে টেস্ট। সিরিজের ফলাফল এখন ১-১। মেলবোর্ন ও সিডনিতে অস্ট্রেলিয়াকে হারালেই ভারত পৌঁছে যাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ভারতের ব্যাটিং অর্ডারে পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়েছে। খুব সম্ভবত রোহিত শর্মা হয়তো ওপেন করতে নামবেন। লোকেশ রাহুল হয়তো নেমে যাবেন তিন নম্বরে।
বিরাট কোহলির ব্যাটের দিকে নজর থাকবে ক্রিকেটভক্তদের। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে কোহলি সেঞ্চুরি পেয়েছেন। তার পর থেকে তাঁর ব্যাটে রান নেই। পাঁচটি টেস্টে কোহলির রান ১২৬। মেলবোর্নে কী করবেন কোহলি? ভারতের তারকা ব্যাটারের দিকেই নজর সবার।