চিপকে রবি-রাতে মহারণ, অরেঞ্জ আর্মির বিরুদ্ধে কেকেআর এর স্কোরলাইন ২-০

রবিবার চিপকে মহারণ। আইপিএলের ফাইনালের জন্য সেজে উঠেছে এমএ চিদাম্বরম স্টেডিয়াম। খেতাব জয়ের শেষ লড়াইয়ে টিকে ২টি দল। প্রথম ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স। আর দ্বিতীয় ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ। পরিসংখ্যানের দিকে চোখ রাখলে নজরে পড়বে আইপিএলের ইতিহাসে কেকেআর ও হায়দরাবাদ মোট ২৭ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে নাইটদের জয় ১৭টি ম্যাচে। আর হায়দরাবাদের জয় ৯ ম্যাচে। ১৭তম আইপিএলে এই ২ দলের সাক্ষাৎ হয়েছে। তাতে কেকেআরের পক্ষে স্কোরলাইন ২-০। ফাইনাল জিতে কি নাইটরা এই বৃত্ত পূরণ করে ৩-০ করতে পারবে?

এ বারের আইপিএলে কলকাতা ও হায়দরাবাদ এই দুই ফ্র্যাঞ্চাইজি একে অপরের বিরুদ্ধে নেমে সফর শুরু করেছিল। এরপর প্রথম কোয়ালিফায়ারেও দেখা হয় কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদের। ইডেন গার্ডেন্সে আইপিএলের মরসুমের শুরুতে প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। এরপর আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম কোয়ালিফিয়ারে অরেঞ্জ আর্মিকে ফের হারায় নাইটরা। তারপরই গৌতম গম্ভীরের দল পায় আইপিএল ফাইনালের টিকিট। এ বার শুধু ফাইনাল জেতার পালা।

একেই বলে বৃত্তপূরণ। নাইটরা হায়দরাবাদকে হারিয়ে আইপিএল শুরু করেছিল। হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে উঠেছে। এ বার ফাইনালেও প্যাট কামিন্সের টিমকে হারিয়ে বাজিমাত করার পালা। কেকেআরের এখন একটাই আপ্রণ চেষ্টা চিপকে রবিবার বেগুনি-সোনালি আবির ওড়ানো। নাইটদের বিজয়পতাকা ওড়ানো। এবং কেকেআর শিবিরে তৃতীয় আইপিএল ট্রফি নিয়ে আসা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − two =