কেকেআর এবং চেন্নাই সুপার কিংসের পার্সে সবচেয়ে বেশি অর্থ ছিল। হাত খুলে খরচ করে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি। শুরুতেই ২৫.২০ কোটিতে ক্যামেরুন গ্রিনকে নিয়ে চমক দেয়। এবারের নিলামে সবচেয়ে দামী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার। আইপিএলের ইতিহাসে বিদেশিদের মধ্যে সবচেয়ে দামী ক্রিকেটার। ছাপিয়ে যান দেশওয়ালি ভাই মিচেল স্টার্ককে। গৌতম গম্ভীর জমানায় চ্যাম্পিয়ন হওয়ার পর গত বছরটা জঘন্য গিয়েছে নাইটদের। তাই এবার শুরু থেকেই সতর্ক কেকেআর। আইপিএলের নিলামে এবার সেরা পারফরম্যান্স ভেঙ্কি মাইসোরদের। গতবছর নিলামের পর সমালোচিত হতে হয়েছিল। একাধিক অনামী ক্রিকেটারকে নিয়েছিল কেকেআর। ভরাডুবি হয়। কিন্তু এবার আর ভুলের পুনরাবৃত্তি হয়নি।
বিদেশিদের মধ্যে ক্যামেরুন গ্রিন ছাড়াও মাথিশা পথিরানা, মুস্তাফিজুর রহমান, ফিন অ্যালেন, এবং রাচিন রবীন্দ্রকে নেয় নাইটরা। ১৮ কোটিতে শ্রীলঙ্কার পেসারকে কেনে কলকাতা। ৯.২ কোটিতে নেয় মুস্তাফিজুরকে। ফিন এবং রাচিনকে ২ কোটি টাকার বেস প্রাইজে নেওয়া হয়। এছাড়াও আনক্যাপড তেজস্বী সিংকে তিন কোটিতে কেনে কেকেআর। গত মাসে রিটেনশন তালিকা পেশ করে কেকেআর। সেই তালিকায় ছিলেন রিঙ্কু সিং, অঙ্গকৃষ রঘুবংশী, সুনীল নারিন, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। কোর গ্রুপ ধরে রাখে নাইটরা। এছাড়াও রয়েছেন অজিঙ্ক রাহানে, অনুকূল রায়, মণীশ পাণ্ডে, রমনদীপ সিং, রোভমান পাওয়েল, উমরান মালিক এবং বৈভব অরোরা।
নিলামে কাকে কত টাকায় নিল কেকেআর:
ক্যামেরুন গ্রিন (২৫.২০ কোটি), ফিন অ্যালেন (২ কোটি), মাথিশা পথিরানা (১৮ কোটি), তেজস্বী সিং (৩ কোটি), কার্তিক ত্যাগী (৭৫ লক্ষ), প্রশান্ত সোলাঙ্কি (৩০ লক্ষ), রাহুল ত্রিপাঠী (৭৫ লক্ষ), টিম সেইফার্ট (১.৫ কোটি), মুস্তাফিজুর রহমান (৯.২ কোটি), সার্থক রঞ্জন (৩০ লক্ষ), দক্ষ কামড়া (৩০ লক্ষ), রাচিন রবীন্দ্র (২ কোটি), আকাশ দীপ (১ কোটি)

