চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের সামনে কিউয়িরা

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তারা অবশ্য গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছিল। ভারত ফাইনালে ওঠায় ট্রফির ম্যাচও হবে দুবাইয়ে। গত কাল অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত। রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, লাহোরে তারই লড়াইয়ে নেমেছিল নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেমিফাইনালে ৫০ রানে জয় নিউজিল্যান্ডের। ট্রফির ম্যাচে ভারতের সামনে কিউয়িরা।

পাকিস্তানের সব ভেনুই হাইস্কোরিং। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামও। একই ম্যাচে তিনটে সেঞ্চুরিও হল। টস জিতেই যেন অর্ধেক ম্যাচ জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। ব্যাটিং নিতে দু-বার ভাবেননি কিউয়ি ক্যাপ্টেন মিচেল স্যান্টনার। গ্রুপে পাকিস্তানে দুটি ম্যাচই জিতেছিল নিউজিল্যান্ড। যদিও শেষ ম্যাচে ভারতের কাছে দুবাইয়ে হার। পাকিস্তানে ফিরে জয়েও ফিরেছে কিউয়িরা।

প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু নিউজিল্যান্ডের। যদিও উইল ইয়ংকে দ্রুতই ফেরান লুনগি এনগিডি। তরুণ ওপেনার রাচিন রবীন্দ্রকে নিয়ে দুর্দান্ত পার্টনারশিপ অভিজ্ঞ কেন উইলিয়ামসনের। ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলে ফেরেন রাচিন। উইলিয়ামসন ৯৪ বলে ১০২ করেন। ড্যারেল মিচেল ৩৭ বলে ৪৯ রানের বিধ্বংসী ইনিংস। আর শেষ দিকে ২৭ বলে ৪৯ রানের ক্যামিও গ্লেন ফিলিপসের। ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬২ রান করে নিউজিল্যান্ড।

আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টে সর্বাধিক ৩৫২ রান তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে। ফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে সেই রেকর্ড ভাঙতে হত। পিচ যতই ব্যাটিং সহায়ক হোক, বড় রানের বোঝা নিয়ে জেতা সহজ নয়। এর জন্য প্রয়োজন ছিল বিধ্বংসী ইনিংসও। শুরুতেই বিধ্বংসী রায়ান রিকলটনকে তুলে নেন ম্যাট হেনরি। প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা ৫৬ রান করলেও ৭১ বল খেলেছেন। দক্ষিণ আফ্রিকাকে আশার আলো দেখিয়েছিলেন ডেভিড মিলার। কিন্তু তাঁকে সঙ্গ দিতে পারেননি কেউ। মিলার ৬৭ বলে অপরাজিত সেঞ্চুরি করেন।

নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের পাশাপাশি তাদের স্পিনারদের দুর্দান্ত পারফরম্যান্স। ক্যাপ্টেন মিচেল স্যান্টনার তিন উইকেট নেন। এ ছাড়াও পার্টটাইম স্পিনার গ্লেন ফিলিপস ২টি, মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্র ১টি করে উইকেট নেন। রবিবারের ফাইনালে স্পিনেরও লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − one =