কিচেন চিমনির সারানোর নামে আর্থিক প্রতারণা, ধৃত ১

কিচেন চিমনি থেকে শুরু করে ইউরেকা ফোর্বসের ওয়াটার পিউরিফায়ার, এমনকী ঊষা ফ্যানও সারানোর জন্য সামান্য টাকা নিতেন পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা গৌতম পাত্র। তবে তা সারাইয়ের জন্য ১০০, ২০০- র মতো টাকা নিলেও তা গৌতমবাবু নিতেন চেকে। আর এরপরই এই চেকে অঙ্ক যেত বদলে তার কলমের আঁচড়ে। ১০০ টাকা হয়ে যেতো ৪১,০০০ বা ২০০ টাকা পরিণত হতো ৪২,০০০টাকার অঙ্কে। এই ভাবেই চলছিল আর্থিক প্রতারণা।
তবে এমনভাবে প্রতারণার কাজ চালাতে চালাতেই ধরা পড়ে গেলেন বাঁশদ্রোণির বিবেক পার্কের বাসিন্দা বছর ৬৬-র তাপস গুহ রায়ের হাতে। তাঁর অ্যাকাউন্ট থেকে ৪১,০০০ হাজারের মতো এক বিরাট অঙ্কের টাকা কাটা যেতেই টনক নড়ে তাপসবাবুর। দ্রুত তিনি কলকাতা পুলিশের শরনাপন্ন হন। ঘটনার তদন্তে নামে বাঁশদ্রোণি থানার পুলিশ। এরপরই গ্রেপ্তার করা হয় মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা গৌতম পাত্রকে। গৌতমবাবুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ এবং ১২০ বি ধারায় মামলাও রুজু করা হয় বলে বাঁশদ্রোণি থানা সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 2 =