দার্জিলিং : কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বুধবার দার্জিলিংয়ের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন।
ক্ষয়ক্ষতি পরিদর্শন করার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। জেলার অন্যান্য বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। রিজিজুর সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিং সাংসদ রাজু বিস্তাও।
মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সরেজমিনে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। বন্যা কবলিত মানুষজনের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

