কিং কোহলি আছেন তাঁর সিংহাসনেই… ভারত ও দক্ষিণ আফ্রিকার চলতি ওডিআই সিরিজের ২টো ম্যাচের পরে ক্রিকেট প্রেমীরা এমনটাই বলছেন। এ বার শনি-দুপুরে ভারত ও দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওডিআই ম্যাচে মুখোমুখি হবে। সেখানেও বিরাট কোহলির ব্যাটে সেঞ্চুরির প্রত্যাশা করছেন তাঁর অনুরাগীরা। রাঁচি, রায়পুরে কোহলি দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। তাঁর এক একটা শট যেন বলে দিচ্ছিল, ব্যাটে ধার এখনও কমেনি। যদিও দ্বিতীয় ওডিআই ম্যাচ হারতে হয় ভারতকে। সিরিজ তাই দাঁড়িয়ে ১-১। এ বার ভাইজ্যাকে সিরিজের ফয়সলার ম্যাচ। তাতে ফল কী হয়, সেদিকে তো সকলের নজর রয়েছে, একইসঙ্গে লাইমলাইটে রয়েছেন বিরাট। সামনে রয়েছে আরও এক রেকর্ড গড়ার সুযোগ।
এক বারের বেশি একই সিরিজে এক প্রতিপক্ষর বিরুদ্ধে ওডিআইতে টানা তিনটি সেঞ্চুরির নজির গড়ার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। তিনি যদি এই রেকর্ড গড়তে পারেন, তা হলে প্রথম ভারতীয় হিসেবে ওডিআইতে এক সিরিজে তিনটি পরপর সেঞ্চুরির মালিক হবেন বিরাট। উল্লেখ্য, রোহিত শর্মা এবং বিরাট কোহলি এর আগে এই কীর্তি একবারই গড়েছেন।
যদি ভাইজ্যাগে বিরাট সেঞ্চুরি করতে পারেন, তা হলে তিনিই হবেন প্রথম প্লেয়ার যিনি ওডিআইতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টানা ৪টি সেঞ্চুরি করবেন। চলতি ওডিআই সিরিজের আগে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন বিরাট।

