শনিবাসরীয় আইপিএল ম্যাচে ইডেন গার্ডেন্সে একদিকে ভিড় দেখা যাবে কেকেআরের অনুরাগীদের। আর অপর দিকে ভিড় করবেন বিরাট প্রেমীরা। ছবিটা এখন থেকে তেমনই দেখা যাচ্ছে। টুর্নামেন্ট শুরু হতে ২টো দিন দেরি রয়েছে। তার আগে ইডেনে কোহলিকে ঘিরে বিরাট উন্মাদনা। বুধ-রাতে শহরে পা রেখেছে আরসিবি টিম। আজ, বৃহস্পতিবার ক্রিকেটের নন্দনকাননে অনুশীলন করলেন বিরাট কোহলি এবং আরসিবির ক্রিকেটাররা। ইডেনের নেটে প্র্যাক্টিসে কোন রূপে ধরা দিলেন কোহলি?
২২ মার্চ আইপিএলের বোধন। মুখোমুখি কেকেআর-আরসিবি। ওই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দলের ক্রিকেটাররা। আরসিবির টিম বাস ইডেনে পৌঁছনোর পর কোহলিকে দেখামাত্র তাঁর অনুরাগীরা ‘বিরাটখ বিরাটখ’ নামে স্লোগান দিতে থাকেন। তাঁকে দেখতে সমর্থকদের ঢল নেমেছিল। ইডেনের এল ব্লকে কোহলির ভক্তরা ভিড় করেছিলেন। সেখানে দাঁড়িয়ে তাঁরা দীর্ঘক্ষণ নেটে বিরাটের ব্যাটিং দেখেন। কোহলিকে নেটে রীতিমতো ঝড় তুলতে দেখা যায়। শনিবার যতই হোক নাইটদের হোম ম্যাচ, বিরাটকে নিয়ে উন্মাদনা কিন্তু কোনও ভাবেই কম নেই। যার ঝলক অনুশীলনেই দেখা যাচ্ছে।
উল্লেখ্য, আরসিবি টিমের সঙ্গে ফিল সল্ট এসেছেন কলকাতায়। তাঁর সঙ্গে কেকেআরের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। গত মরসুমেও তিনি খেলেছেন কলকাতা নাইট রাইডার্সে। দলের জয়ে বেশ কয়েকটি ম্যাচে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিলেন সল্ট। এই মরসুমে তিনি নাইট প্রাক্তনী। কেকেআরের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক থাকার কারণে ইডেনে ঢোকার সময় নাইট টিম ম্যানেজমেন্টের একজনকে দেখে তিনি আলিঙ্গন করেন। এ বার দেখার উদ্বোধনী ম্যাচে পুরনো দলের বিরুদ্ধে সল্ট কেমন খেলেন।