দীর্ঘ ৪ বছর পর পরদায় ফিরছেন কিং খান, সঙ্গে পাঠান এর টিজার

ফের সিনেমার পরদায় শাহরুখ খান। বেশ কিছুদিনের বিরতির পর পরদায় ওয়াপসি কিং খানের।

আসছে কিং খানের বহু অপেক্ষিত ছবি ‘পাঠান’। অবেশেষ এল ছবির ট্রিজার। যেখানে তাঁকে প্রায় ৪ বছর পর  দর্শকদের সামনে নিয়ে আসছেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন। পরদায় জনেক বলতে শোনা গেল, আমাদের দেশে আমরা নাম রাখি ধর্ম, নয় জাতি অনুযায়ী, কিন্তু এগুলোর মধ্যে তার কাছে কোনওটাই ছিল না, এরপর দীপিকা বললেন, এমনকী ওর কাছে নাম রাখারও কেউ ছিল না, থাকার মধ্যে ছিল এই দেশ।

এবার লম্বা চুলে আলো-আঁধারির মধ্যে দিয়ে শাহরুখের প্রবেশ সংলাপ সহ, “তো উসনে দেশ কো হি আপনা ধরম মান লিয়া অউর দেশ কি রকসা কো আপনা করম”। ১ মিনিটের পাঠান টিজারের শেষ বাক্য, ইয়ে নাম কিউঁ পরা, ক্যায়সে পরা, ইসকে লিয়ে থোড়া ইনতেজার কিজিয়ে। বলতেই হয়, দর্শকদের মনে নানা প্রশ্ন আসছে। সেই উত্তর দিতেই ২০২৩ সালে ২৫ জানুয়ারি আসছে পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =