না বলে বিরাটের পারফিউমে হাত! রেগে কাঁই কিং

বিরাট কোহলিকে সমীহ করেন না, এমন তরুণ ক্রিকেটার খুবই কম রয়েছেন। আর সেখানে কিনা এ বারের আইপিএলে আরসিবিতে প্রথম বার সুযোগ পেয়েছেন এক তরুণ। সেই তিনিই কিনা কোহলিকে তোয়াক্কা না করে, তাঁর ব্যাগ থেকে পারফিউম বের করেছেন। এখানেই শেষ নয়। তা নিজে মেখেছেনও। আর পুরো বিষয়টা নিজের চোখে দেখেছেন বিরাট। পুরো বিষয়টা আরসিবির অপর এক ক্রিকেটার জানিয়েছেন ভিডিয়োতে। তা দেখে ২টো প্রশ্ন অনেকের মনে আসছে। প্রথম প্রশ্ন, এমন কাণ্ড কোন ক্রিকেটার ঘটিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, এই ঘটনার পরর কি সেই ক্রিকেটারের উপর কি রাগ করেছেন কোহলি?

আসা যাক প্রথম প্রশ্নে, ড্রেসিংরুমে বিরাট কোহলির ব্যাগ থেকে না বলে পারফিউম তুলে নিয়ে ব্যবহার করার সাহস দেখিয়েছেন এক ১৯ বছরের তরুণ ক্রিকেটার। নাম তাঁর স্বস্তিক চিকারা। আইপিএলে তিনি নতুন নন। তবে আরসিবি শিবিরে নতুন। আরসিবির ক্রিকেটাররা এক হালকা মেজাজে গল্পের মাঝে নানা খুঁটি নাটি ঘটনা তুলে ধরেন। তেমনই এক ভিডিয়োতে আরসিবি অধিনায়ক রজত পাতিদার ও দলের বোলার যশ দয়াল জানিয়েছেন, ড্রেসিংরুমে কী কাণ্ড ঘটিয়েছেন স্বস্তিক।

যশ দয়ালকে এক ভিডিয়োতে বলতে শোনা যায়, তআমরা কলকাতায় শেষ ম্যাচের পর ড্রেসিংরুমে বসেছিলাম। ও (স্বস্তিক চিকারা) বিরাট কোহলির ব্যাগের কাছে যায়। সেখান থেকে পারফিউমের বোতল তুলে নেয়। একবারও কোহলিকে জিজ্ঞাসা করেনি। যা দেখে সকলে হাসতে শুরু করে। বিরাট ভাই পুরো বিষয়টাই দেখেছিল। কিন্তু কিছুই বলেনি।দ

সেই ভিডিয়োতে আরসিবি অধিনায়ককে বলতে শোনা যায়, তবিরাট ভাই সেখানেই ছিল। আমি ভাবছিলাম ও (স্বস্তিক চিকারা) এটা কী করছে।দ এরপর স্বস্তিক হাসতে হাসতে বলেন, ততিনি আমাদের বড় ভাই। তাই না?আমি তাই দেখছিলাম যে তিনি খারাপ পারফিউম ব্যবহার করেন না তো। তাই ওটা মেখে দেখি। এরপর আমাকে বিরাট ভাই জিজ্ঞাসা করেছিল, ওটা কেমন। আমি বলেছিলাম ভালোই। তারপর বলি, ভালো কিনা জানার জন্যই ওটা ব্যবহার করলাম।দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − three =