ওয়েব সিরিজ দেখার অপরাধে দুই কিশোরকে প্রকাশ্য মাঠে গুলি করে হত্যা করল কিম সরকার

প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার ওয়েব সিরিজ দেখার অপরাধে দুই কিশোরকে প্রকাশ্যে দাঁড় করিয়ে গুলি করে মারার অভিযোগ উঠল কিম জং উনের দেশে।  দক্ষিণ কোরিয়ার এই কে-ড্রামা দেখা কিমের দেশে নিষিদ্ধ। আর সেই কারণেই ওই দুই কিশোরকে দেওয়া হল চরম শাস্তি।

রেডিয়ো ফ্রি এশিয়া-র প্রতিবেদন অনুযায়ী, দুই কিশোর স্কুলপড়ুয়া। বয়স ১৫-১৬। ‘দ্য ইনডিপেনডেন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি অক্টোবরের। তবে এত দিন গোপন থাকার পর এ বার প্রকাশ্যে এসেছে। ওই প্রতিবেদন অনুযায়ী, এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন যে, দুই কিশোরের ওয়েব সিরিজ দেখার ঘটনা প্রকাশ্যে আসার পরই তাদের গ্রেপ্তার করা হয়। তার পর হেসন শহরের একটি মাঠে তাদের গুলি করে হত্যা করা হয়েছে।

জানা গিয়েছে, চিনের সীমান্তে অবস্থিত রায়ানগ্যাং প্রদেশের এক হাই স্কুলে পড়ত ওই দুই কিশোর। গত অক্টোবরেই দক্ষিণ কোরিয়া ও আমেরিকার বেশ কিছু ড্রামা শো দেখে তারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তাদের প্রকাশ্যে হত্যা করা হয়। একটি ফাঁকা প্রান্তরে দাঁড় করিয়ে গুলি করে কিমের সেনা। কিমের দেশের আইন অনুযায়ী, এই ধরনের আচরণ আসলে ‘পাপে’র শামিল। তাই কোনও রকম ছাড় নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =