অস্ত্রাগার থেকে গায়েব গুলি খুঁজতে গোটা শহরে লকডাউন ঘোষণা কিমের

সেনা অস্ত্রাগার গায়েব হয়ে গিয়েছে ৬৫৩টি গুলি। গুলি খুঁজতে গোটা শহরে লকডাউন জারি করল কিমের সরকার। রেডিয়ো ফ্রি এশিয়া-র প্রতিবেদন অনুযায়ী, গত ৭ মার্চ সেনার মহড়া চলছিল হেসন শহরে। এই শহরেই রয়েছে সেনার অস্ত্রাগার। মহড়া শেষে সেনারা গুলির হিসাব মেলাতে গিয়ে কিছুতেই হিসাব মেলাতে না পেরে চমকে ওঠেন। দেখা যায়, ৬৫৩টি গুলি অস্ত্রাগার থেকে গায়েব।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়েই সেনারা গায়েব হওয়া গুলির খোঁজে নেমে পড়েন। হেসন শহরে তন্ন তন্ন করে খোঁজার পরেও যখন সেই গুলির হদিস মেলেনি, হাল ছেড়ে দেন সেনারা। এর পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। বিষয়টি প্রকাশ্যে আসতেই গোটা শহরে লকডাউন ঘোষণা করেন কিম। শুধু তাই-ই নয়, যেভাবেই হোক গুলি খুঁজে বার করার নির্দেশ দেন।

রেডিয়ো ফ্রি এশিয়া-র প্রতিবেদনে বলা হয়েছে, গুলি খোঁজার জন্য কারখানার কর্মী, চাষি, স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eight =