অনন্তনাগে হামলার দায় স্বীকার করল লস্কর-এ-তইবা। পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি নেতাকে খুনের বদলা নিতেই কাশ্মীর পুলিশের তিন আধিকারিককে হত্যা করা হয়েছে। যদিও কালকেই তিন শহিদের খবর প্রকাশ্যে আসতেই লস্করের একটি শাখা রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছিল। এবার তাদের তরফেই এই বদলা নেওয়ার কথা জানানো হয়েছে।
চলতি মাসেই জঙ্গি নেতার মৃত্যুতে ক্ষুব্ধ হয়ে ওঠে তাঁর অনুগামীরা। তারপরেই ছক কষে নিরাপত্তা বাহিনীর উপরে হামলা চালায় এই জঙ্গি সংগঠন। নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে থাকা তিন উচ্চপদস্থ আধিকারিককে লক্ষ করেই হামলা চালানো হয়। তিন আধিকারিক গুলিবিদ্ধ হওয়ার পরেই খবর আসে উদ্ধারকারী দলের কাছে। কিন্তু উদ্ধারকারী দলের সদস্যরা যেন কোনওমতেই তিন আধিকারিকের কাছে পৌঁছতে না পারেন, সেই জন্য লাগাতার গুলি চালাতে থাকে জঙ্গিরা। জঙ্গলের মধ্যেই তিন আধিকারিকের মৃত্যু হয়।
জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কমান্ডার পর্যায়ের নেতা রিয়াজ আহমেদের। ২০০৫ সালে একই ভাবে মৃত্যু হয় তাঁর বাবারও। আর তার প্রতিশোধ নিতেই তিন আধিকারিকের প্রাণ নিল জঙ্গি সংগঠ