আইপিএল থেকে অবসর ঘোষণা পোলার্ডের, দেখা যাবে মুম্বইয়ের ব্যাটিং কোচের দায়িত্বে

আগামী ২৩ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএলের মিনি নিলাম। মঙ্গলবার অর্থাৎ আজ বিকেল পাঁচটার মধ্যে আইপিএলের ১০ ফ্র্য়াঞ্চাইজিকে, বাধ্যতামূলক ভাবে বিসিসিআই-কে জানিয়ে দিতে হবে যে, তারা কোন কোন খেলোয়াড়কে ধরে রাখছে। অর্থাৎ দলগুলিকে ‘রিটেনশন লিস্ট’ জমা দিতে হবে। এমন সময়ে মুম্বই ইন্ডিয়ান্সের কিংবদন্তি অলরাউন্ডার কায়রন পোলার্ড বিরাট ঘোষণা করে দিলেন। ওয়েস্ট ইন্ডিজের পাওয়ারহিটার ১৩ বছরের আইপিএল কেরিয়ারে ইতি টানলেন। তবে মুম্বইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে না তাঁর। উল্টে জোড়া গুরুদায়িত্ব পেলেন পোলার্ড। এবার থেকে রোহিত শর্মাদের দলের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব সামলাবেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল লিগ টি-২০ টুর্নামেন্টে এমআই এমিরেটসের খেলোয়াড় হিসাবে থাকবেন তিনি। এমআই এমিরেটস, নীতা আম্বানিদেরই মুম্বইয়ের অন্য ফ্র্য়াঞ্চাইজি।

সোশ্যাল মিডিয়ায় লম্বা বিবৃতি দিয়ে পোলার্ড মঙ্গলবার লেখেন, ‘আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত মোটেই সহজ ছিল না। তবে আমি বুঝতে পারছি যে, এই দলের একটা বদলের প্রয়োজন। আমি মুম্বই ইন্ডিয়ান্সে খেলার জন্য ফিট নই। একই সঙ্গে নিজেকে মুম্বইয়ের বিরুদ্ধে খেলতেও দেখতে পারব না। যে একবার এই দলের, সে আজীবন এই দলেরই। আমি অত্যন্ত গর্বিত ও সম্মানিত যে, বিগত ১৩ মরসুমে আইপিএলের সবচেয়ে সফল দলের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে। মুকেশ, নীতা ও আকাশ আম্বানির ভালোবাসা ও সমর্থন ভাষায় বোঝাতে পারব না। এখনও মনে পড়ে, প্রথম দিনই এই দল আমাকে পরিবারের মতো স্বাগত জানিয়েছিল। বুঝিয়ে দিয়েছিল আমরা একটাই পরিবার। শুধু কথার কথাই নয়, প্রতিটি পদক্ষেপে তা বুঝিয়ে দেওয়া হয়েছে।’

আইপিএল আলোকিত করা দুরন্ত সফল বিদেশিদের মধ্যে অন্যতম পোলার্ড। ২০১০ সালে মুম্বইতে আসেন তিনি। পাঁচটি আইপিএল ট্রফির সঙ্গেই জোড়া চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন তিনি। বিগত এক দশক ব্যাটে-বলে মাত করেছেন আইপিএল। ব্যাট হাতে ১৭১ ইনিংসে ৩৪১২ রান করেছেন তিনি। বল হাতে ১০৭ ইনিংসে তুলে নিয়েছেন ৬৯ উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =