‘পরম সুন্দরী’ দেখে রিভিউ দিলেন কিয়ারা, কী লিখলেন?

২৯ অগস্ট মুক্তি সিদ্ধার্থ ও জাহ্নবীর রম-কম সিনেমা ‘পরম সুন্দরী’ (Param Sundari)। ছবির ট্রেলার মুক্তি থেকেই চর্চায় ছিল সিনেমা। নেটিজেনদের বক্তব্য ছিল, চেন্নাই এক্সপ্রেসের মতোই ছবির আদল। সিনেমা হলে মুক্তির পর তবে ধারণা বদলেছে দর্শকদের। এরই মধ্যে রিভিউ দিলেন সদ্য মা কিয়ারা (Kiara Advani) থুড়ি সিদ্ধার্থ পত্নী। কিয়ারা তার স্টোরিতে একটি নোট শেয়ার করে লিখেছেন, এমন রম-কম সিনেমা তোমায় হাসাবেই। পরম জাদুর মতো কাজ করেছে। পরমের কমিক টাইমিং দারুণ ছিল। আর সুন্দরী পারফরমেন্সও অবাক করার মতো। স্ক্রিনে দারুণ লেগেছে। স্ত্রীর এমন আদুরে স্টোরি নিজের টাইমলাইনে শেয়ার করেন অভিনেতা।

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই কিয়ারা অভিনীত ওয়ার ২ মুক্তি পায়। ওয়ার ২ নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছ। তবে, শোনা যাচেছ কিয়ারাকে খুব তাড়াতাড়ি দেখা যাবে ‘ডন ৩’ (Don 3) এ রণবীর সিংয়ের বিপরীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − seven =