রথেই খুঁটিপুজো, শ্রীভূমির চমক ‘ভ্যাটিকান সিটি’

কলকাতা: কখনও বাহুহলীর মাহেশমতি সাম্রাজ্য, কখনও আবার সুউচ্চ চোখ ধাঁধানো বু্র্জ খলিফা।দুর্গাপুজো মানেই বাড়তি চমক শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের।

এবার মন্ত্রী সুজিত বসুর পুজোয় উঠে আস্তে চলেছে রোমের ভ্যাটিকান সিটি।করোনা আবহে, গত বছর বুর্জ খলিফার মণ্ডপ নিয়ে প্রবল বিতর্কের মুখে পড়তে হয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবকে। তবে সেসব সরিয়ে সুবর্ণজয়ন্তী বর্ষের জন্য প্রস্তুত হচ্ছেন উদ্যোক্তারা। মাতৃপ্রতিমা ডাকের সাজের পরিবর্তে পুরো সোনায় মোড়া থাকবে।

শুক্রবার রথযাত্রার দিন সাংসদ অভিনেতা দেব, ক্রিকেটার মন্ত্রী মনোজ তিওয়ারিকে নিয়ে মণ্ডপের খুঁটিপুজো সারেন মন্ত্রী সুজিত বসু। তিনি জানান এ বছর পুজোর  থিম রোমের ভ্যাটিকান সিটি। জানান, বছর পাঁচেক আগে রোমে গিয়ে ভ্যাটিকান সিটির শিল্পশৈলী দেখে মুগ্ধ  হয়েছিলেন তিনি। শ্রীভূমির মণ্ডপশিল্পী রোমিও হাজরা সুজিত বসুকে আশ্বস্ত করেছেন, ভ্যাটিকানের শিল্পসৌন্দর্যই ফুটিয়ে তোলার চেষ্টা হবে ফাইবারে। দেওয়ালেও থাকবে নানা ধরনের পেন্টিং। মণ্ডপের দেওয়ালজুড়ে বিশ্বখ্যাত ছবিগুলির প্রতিবিম্ব আঁকবেন কলকাতা ও শান্তিনিকেতনের প্রখ্যাত শিল্পীরা।

ভ্যাটিকান সিটি মডেল নিখুঁতভাবে শ্রীভূমির মণ্ডপে গড়ে তুলতে মণ্ডপের শিল্পী ও কর্মীদের একটা টিম রোমে যাবেন বলেও জানা গিয়েছে।

ভ‌্যাটিকান প্রসঙ্গে সুজিত বসু জানান, “স্কুলের পাঠ্যসূচি থেকেই ভ্যাটিকানের কথা সবাই পড়ে। কিন্তু অধিকাংশেরই রোমে পৌঁছে তা দেখার সৌভাগ্য হয় না। দুবাইয়ে গিয়ে বুর্জ খলিফাও দেখতে পারেন না। তাই সবার জন্যই ছেলেবেলা থেকে শুনে আসা, বইয়ে পড়া ক্যাথলিক তীর্থ ঘরের পাশে চাক্ষুষ করাতে  থিম ভ্যাটিকান সিটি করা হয়েছে।’

অন্য দিকে, মেয়র ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণীর খুঁটিপুজো হয়েছে রথের দিন। চেতলা অগ্রণীর এবারের থিম ‘ষোলো কলায় পূর্ণ’। বাংলার পুজোকে ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতির বিষয়কে সম্মান জানিয়ে চেতলা অগ্রণীর পুজোর ট্যাগলাইন, ‘বিশ্বজনীন দুর্গোৎসব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =