মহেশ্বর চক্রবর্তী
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নাম তুলে আরামবাগের গর্ব হয়ে উঠল আরামবাগের দু’নম্বর ওয়ার্ডের খুদে সঞ্জনা। ছোট থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী সঞ্জনা নন্দী। হুগলি জেলার আরামবাগের সতীতলার বাসিন্দা সঞ্জয় নন্দী। সে দু’বছর নয় মাসের শিশু কন্যা। এই ছোট শিশু কন্যাই অসাধারণ মেধার অধিকারী। দু’মিনিটের মধ্যে ২৯ টি রাজ্যের রাজধানীর নাম অনায়াসেই বলে দিতে পারে। সব থেকে কম সময়ে মানুষের শরীরের অঙ্গের নাম অনর্গল বলতে পারে। চারটি কবিতাও বলতে পারে এক মুহূর্তে এবং দশটি যানবাহনে নাম, ১২ টি রঙের নাম, ২৩ টি জেলার নাম, জাতীয় সংগীত, জাতীয় ফল ও ফুল, জাতীয় পশু পাখির নাম অনাসে বলতে পারে খুদে সঞ্জনা। জানা গিয়েছে, সঞ্জনার বাবা সঞ্জয় নন্দী শপিংমলে কাজ করেন এবং মা ঝরনা কোটাল নন্দী গৃহবধূ। এখনো স্কুলে ভর্তি হয়নি সে। খেলার ছলে এই সব পশু পাখি, রাজধানীর নাম সহ একাধিক জিনিস শিখে নিয়েছে সঞ্জনা। এই বিষয়ে সঞ্জনার মা বলেন, সারাদিন খেলার ছলে মেয়েকে শেখানোর চেষ্টা করি। বিভিন্ন বিষয় নিয়ে বলি আর সেই থেকেই মনে রাখার চেষ্টা করে সঞ্জনা। কথা বলতে বলতেই বিভিন্ন বিষয়ে পারদর্শী হয়ে ওঠে। পরিবার সূত্রে জানা গেছে, ভিডিওর মাধ্যমে বিভিন্ন সংস্থাগুলির কাছে সঞ্জনার পারদর্শিতার ভিডিও পাঠানো হয়। আর তারপরেই এই পুরস্কার পায় ওই মেয়ে। ইন্ডিয়া বুক অফ পে করে নাম ওঠে তার। খুদে সঞ্জনার এই সাফল্যে খুশি পরিবারের লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরা।