উল্টে গেল কনেযাত্রী বোঝাই বাস, গুরুতর আহত ১০

খড়্গপুর: বউভাতের অনুষ্ঠান সেরে ভোরে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা। সোমবার ঝাড়গ্রাম থেকে পূর্ব মেদিনীপুরের সুতাহাটা থানার কুকড়াহাটির উদ্দেশে ফিরছিল এক কনে যাত্রী বোঝাই বাস। বাসে ছিলেন প্রায় ৫০ জন কনে যাত্রী। খড়্গপুরের রূপনারায়ণপুরে ৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গার্ডওয়ালে ধাক্কা মারে বাসটি। এরপরই যাত্রী-সহ বাসটি পাল্টি খেয়ে পড়ে। ঘটনায় গুরুতর আহত হন অন্তত ১০ জন করে যাত্রী।  ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায় খড়গপুর লোকাল থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, কনেযাত্রী বোঝাই বাসটির গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল। এরপরই ঘটনার পরে এলাকা ছেড়ে চম্পট দেয় বাসের ড্রাইভার। তবে আহত হন বাসের হেলপার।  তিনি বাসের ভিতর আটকে পড়েছেন। দুর্ঘটনার পর পুলিশি তৎপরতায় অন্যান্য কনে যাত্রীদের বাসে করে রওনা করা হয় তাঁদের গন্তব্যে।  এদিকে বাসটি যখন দুর্ঘটনার মুখে পড়ে, তখন বেশিরভাগ যাত্রীরাই ঘুমোচ্ছিলেন। তাই সেভাবে এই দুর্ঘটনার সঠিক কারণ কী বলতে পারছেন না কেউ-ই। প্রাথমিক ভাবে পুলিশের ধারনা, গতিবেগ বেশি থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। চালক মদ্যপ ছিলেন কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 12 =