নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ভোটপর্ব মিটে যেতেই উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ। সোমবার রাতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগে আহত ৪জন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বর্তমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। অভিযোগ,খণ্ডঘোষের বিধায়ক নবীনচন্দ্র বাগের অনুগামী অঞ্চল সভাপতি ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। অভিযোগ উঠেছে এলাকার ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে এলাকারই ব্লক সভাপতির অনুগামীরা রড, বাঁশ সহ ধারালো অস্ত্র দিয়ে অঞ্চল সভাপতি ও তাঁর ছেলের ওপর চড়াও হন।
অঞ্চল সভাপতি হাবিবুর রহমান ও তাঁর ছেলে মেহেবুল রহমান সহ ৪ জন গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় খণ্ডঘোষ এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খণ্ডঘোষ থানার পুলিশ। যদিও ব্লক সভাপতি অপার্থিব ইসলামের দাবি, গ্রাম্য বিভাগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনও যোগ নেই। তৃণমূল কর্মীদের অভিযোগ, ব্লক সভাপতি এবং তাঁর অনুগামীরা ভয় দেখিয়ে মারধর করে এলাকা দখল করার চেষ্টা চালাচ্ছেন।