লোকসভা নির্বাচনের সময়ে জেলেই থাকবেন কেজরিওয়াল, সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি

লোকসভা নির্বাচন শুরু হয়ে গেলেও জেলেই থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে আবেদন করেও মিলল না স্বস্তি।সোমবার তাঁর মামলার শুনানির পরে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেনি শীর্ষ আদালত। আপাতত ইডির কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৯ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে এই মামলার পরবর্তী শুনানি হবে।

কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল বা তার পরে। শুনানির আগে অবশ্য এই গ্রেপ্তারি প্রসঙ্গে ইডির কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। ২৪ এপ্রিলের মধ্যে শীর্ষ আদালতের কাছে নিজের বক্তব্য পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল পর্যন্ত জেল হেপাজতেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রীকে।

সোমবার বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে ওঠে কেজরির মামলা। সওয়াল করার সময় কেজরির পক্ষে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে বলেন, ‘আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানির জন্য আর্জি জানাচ্ছি। ইডির গ্রেপ্তারির ছিল নির্বাচনী প্রচার থেকে কেজরিওয়ালকে দূরে রাখার জন্য।’ তবে বিচারপতি খান্নার বেঞ্চ স্পষ্ট জানায়, এত তাড়াতাড়ি মামলার তারিখ দেওয়া সম্ভব নয়।

গত ২১ মার্চ ইডির হাতে গ্রেপ্তার হন আপ সুপ্রিমো। তার পর ইডি হেপাজত থেকে তাঁকে পাঠানো হয় তিহার জেলে। সেখান থেকেই গ্রেপ্তারির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 5 =