নয়াদিল্লি : জামিন মিলেছে। তারপরে রবিবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অরবিন্দ কেজরিওয়াল জানালেন, দিল্লির মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতে চলেছেন তিনি।
জেলবন্দি থেকেও যিনি মুখ্যমন্ত্রীত্ব চালিয়ে গিয়েছেন, জামিনের পর কেন তিনি সেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন, স্বাভাবিকভাবেই রাজনীতির অলিন্দে চর্চা শুরু হয়ে যায়। কেজরিওয়াল জানান, যদি দিল্লির জনগণ তাঁকে নির্দোষ মনে করে তাহলে আসন্ন বিধানসভা ভোটে জনগণই তাঁকে ভোট দিয়ে পুনরায় মুখ্যমন্ত্রী নির্বাচন করবেন।
উল্লেখ্য, কয়েকমাস পরেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করলে তবে পুনরায় দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব পুনরায় গ্রহণ করবেন তিনি, এমনটাই জানিয়েছেন কেজরিওয়াল। তিনি বলেন, আমি রাজ্যবাসীর দরজায় দরজায় ঘুরে ভোট চাইব। আপনারা যদি আমায় সৎ মনে করেন তবে আমায় ভোট দেবেন। যদি দোষী মনে করেন তাহলে ভোট দেবেন না। আপনাদের এক একটা ভোট আমার নির্দোষ হওয়ার শংসাপত্র হবে।