সপ্তাহের প্রথম দিনও দূষণের মাত্রা দেখে আতঙ্কিত দিল্লিবাসী, উচ্চপর্যায়ের বৈঠকে কেজরিওয়াল

সোমবার সকালেও দূষণের মাত্রা দেখে আতঙ্কিত দিল্লিবাসী। এয়ার কোয়ালিটি ইনডেক্স বা বাতাসে দূষিত কণার পরিমাণ ৪৮৮। যা নিরাপদ মাত্রার চেয়ে ৮০ গুণ বেশি! এই পরিস্থিতিতে আজ দুপুরে উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে বসছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিবেশমন্ত্রী গোপাল রাই ও সংশ্লিষ্ট সবকটি দপ্তরের আধিকারিকরা থাকবেন বৈঠকে।

দূষণ পরিস্থিতিতে আগামী ১০ তারিখ পর্যন্ত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে কেজরিওয়াল সরকার। বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজে অনুমোদন দেওয়া হয়েছে। ধোঁয়াশার মাঝে দূষণ যাতে আরও না বাড়ে, তার জন্য দিল্লিতে সমস্ত রকমের নির্মাণ কাজ আপাতত বন্ধ করা হয়েছে।

এদিকে সকাল থেকেই ধোঁয়াশা ঘেরা রাজধানী। আরকে পুরম, পাটপারগঞ্জ, নিউ মোতিবাগের মতো এলাকার অবস্থা সবচেয়ে খারাপ। এই চার জায়গাতেই এয়ার কোয়ালিটি ইনডেক্স চারশোর উপরে। কেন্দ্রীয় সরকারের দূষণ বিরোধী পরিমাপ সংস্থার তথ্য অনুযায়ী, দিল্লি এই মুহূর্তে স্টেজ ফোর বা বিপজ্জনক ক্যাটাগরিতে রয়েছে। গত পাঁচদিন ধরেই প্রায় একইরকম, কোনও উন্নতি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + two =