তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট না হতে দেওয়ায় বদ্ধপরিকর কৌস্তভ

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট করতে না দেওয়ার জন্য প্রতিজ্ঞা করলেন কৌস্তভ বাগচি। রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার সারেঙ্গায় রাজীব গান্ধির জন্ম জয়ন্তী উপলক্ষে কংগ্রেসের আয়োজিত একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে নিজের দলের জোট অবস্থানের বিরোধিতা করতে দেখা গেল কংগ্রেস নেতা কৌস্তভ বাগচিকে।
তিনি বলেন, ‘আমি প্রতিজ্ঞা করেছি যতদিন পর্যন্ত এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারছি, ততদিন আমি আমার মাথায় চুল গজাতে দেব না। এরকম অনেক সুযোগসন্ধানী লোকজন রয়েছেন, যাঁরা নিজেদের স্বার্থে অথবা বৃহত্তর স্বার্থের কথা বলে তৃণমূলের সব পাপ নজরআন্দাজ করে দিয়ে বলবে চলো আমরা একসঙ্গে চলি। তাঁদের জন্য আমি কৌস্তভ বাগচী এ রাজ্যের প্রতিটি কংগ্রেস কর্মী ও মৃত কংগ্রেস কর্মীদের আত্মার দিব্যি করে বলছি, তৃণমূলের সাথে কংগ্রেসের জোট হতে দেব না।’
এদিনের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে কৌস্তভ বাগচি আরও বলেন, ‘বৃহত্তর রাজনীতির স্বার্থে দিল্লির নেতৃত্বের মনে হতে পারে একটি বৃহত্তর জোটের প্রয়োজন। কিন্তু আমি দ্ব্যর্থহীন ও দৃপ্ত কণ্ঠে বলছি আমরা দিল্লির কথা মাথা পেতে নিতে রাজি। কিন্তু কোনও চোরেদের আমরা সহ্য করতে রাজি নই। বাংলার মানুষের স্বার্থে কথা বলার জন্য আমাকে যদি দল থেকে তাড়িয়ে দেওয়া হয়, তা হলেও আমি পরোয়া করি না। আমি এ রাজ্যের মানুষের হয়ে কথা বলব। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতায় কথা বলব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 3 =