কলকাতা: একাধিক আর্থিক অনিয়মের অভিযোগে ব্যবসায়ী কৌস্তভ রায়কে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, সোমবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। কৌস্তভ রায়ের বিরুদ্ধে পিনকন আর্থিক দুর্নীতি মামলা সহ একাধিক অভিযোগ ছিল। বেশ কিছুদিন ধরেই আয়কর দপ্তরের পাশাপাশি এই কেন্দ্রীয় সংস্থাও এই মামলাগুলির তদন্ত করছিল। মূল মামলাটি ছাড়াও কৌস্তভ রায়ের বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতি ও অ্যাড কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। রাজ্যের শাসকদল তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত কৌস্তভ। একমাস আগেই তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। সোমবার সকালে তাঁকে তলব করে ইডি। বিকেল চারটে নাগাদ ইডি দপ্তরে হাজিরা দেন তিনি। এরপর দপ্তরেই তাঁকে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই ইডির হাতে গ্রেপ্তার হন ব্যবসায়ী কৌস্তুভ রায়।
কৌস্তুভের বিরুদ্ধে এর আগে একাধিকবার আর্থিক অনিয়মের অভিযোগ ওঠায় তাঁর অফিস এবং বাড়িতে কয়েক মাস আগেই হানা দিয়েছিল আয়কর দপ্তর। তল্লাশিতে কৌস্তুভের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছিল বলে ইডি সূত্রে খবর। সোমবার ফের ইডি তলব করেছিল কৌস্তুভকে। কিন্তু কেন্দ্রীয় সংস্থাকে চিঠি দিয়ে তিনি জানান, সকালে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। বিকেলে ইডির সঙ্গে দেখা করার সময় হবে বলেও জানিয়ে দেন কৌস্তুভ। এরপর ইডি তাঁকে বিকেল ৪টেয় হাজিরা দিতে বলেছিল। সোমবার বিকেলেই ইডি দপ্তরে যান কৌস্তুভ। সূত্রের খবর, কৌস্তভের আনা নথিতে অসঙ্গতি ছিল। তাই গ্রেপ্তার করা হয় কৌস্তুভকে।