সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ। এই অভিযোগে ফের রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন কাশ্মীরি পণ্ডিতরা (Kashmiri Pandit)। মঙ্গলবার কাশ্মীরে বুদগাম নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান একদল কাশ্মীরি পণ্ডিত। তাঁদের দাবি, পুলিশ প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বছরের পর বছর ধরে তাঁরা নিপীড়িত। এবার পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।
আসলে বেশ কিছুদিন ধরে কাশ্মীরে ফের শুরু হয়েছে ‘টার্গেট কিলিং’। জঙ্গিরা বেছে বেছে হয় কাশ্মীরি পণ্ডিতদের, নয় পরিযায়ী শ্রমিকদের টার্গেট করছে। গত কয়েক মাসে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিতকে প্রাণও দিতে হয়েছে। মঙ্গলবারই সোপিয়ানের জঙ্গি হানায় সুনীল কুমার (Sunil Kumar) নামের এক কাশ্মীরি পণ্ডিতের মৃত্যু হয়েছে। তাঁর ভাই পিন্টু কুমার গুরুতর আহত হয়েছেন। যা কাশ্মীরের সংখ্যালঘু হিন্দুদের আতঙ্ক আরও বাড়াচ্ছে। পণ্ডিতদের অভিযোগ, সব জানা সত্ত্বেও পুলিশ প্রশাসন তাঁদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ।
ইতিমধ্যেই কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি সংঠনের সদস্যদের জানিয়ে দিয়েছে, যে যেভাবে পারেন জম্মু বা দিল্লির মতো নিরাপদ স্থানে চলে যান। ফলে আরও নিরাপত্তাহীনতায় ভুগছেন উপত্যকার সংখ্যালঘুরা।