নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: নীল আকাশ আর কাশফুলের সারি যেন জানান দিচ্ছে শারদীয়া আসন্ন। ™শ্চিমবাংলার বিভিন্ন অলিতে গলিতে, মণ্ডপে মণ্ডপে প্রাণ পাচ্ছে আগমনীর রূপ। এইবার একটা ছোট্ট পোস্ত দানায় প্রাণ পেলেন মা দুর্গার আগমনের বার্তাবাহক ‘কাশফুল’। বাঁকুড়া জেলার ওন্দার তেল্লা গ্রামের বাসিন্দা অঙ্কুর সামন্ত, এক মিলিমিটারেরও কম একটি পোস্ত দানায় কাশফুল এঁকে নজির গড়লেন।
অঙ্কুর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করার পর ভর্তি হয় বিটেক ডিগ্রি অর্জনের জন্য, কিন্তু মাঝপথে বাবার মৃত্যু হওয়ায় ব্যবসার হাল ধরতে হয় তাঁকে। তার জেরে তাঁর বিটেক ডিগ্রি অর্জন সম্পূর্ণ হয়নি। তিনি ওন্দার তেল্লা গ্রামেই একটা ছোট্ট হার্ডওয়ারের দোকান সামলান। কিন্তু কথায় বলে, প্রতিভাকে আটকানো যায় না। তারই বহিঃপ্রকাশ দেখা গেল এই ধরনের শিল্পকর্মে। এর আগেও তিনি ছোট্ট পোস্ত দানায় ভারতের জাতীয় পতাকা এঁকে ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ জায়গা করে নিয়েছে। এই ক্ষেত্রেও তাঁর ইচ্ছে তিনি যেন যোগ্য সম্মান পান। অঙ্কুর পরবর্তীতে আরও নজিরবিহীন শিল্প সৃষ্টির ইচ্ছে প্রকাশ করেছেন।