কার্তিক আরিয়ান (Kartik Aryaan) ও লাভ রঞ্জন (Luv Ranjan) মানেই হিট। ২০১১ মুক্তি পাওয়া ‘প্যায়ার কা পঞ্চনামা’ হোক বা ২০১৫ ‘প্যায়ার কা পঞ্চনামা’র সিক্যুয়েল হোক, কিংবা ‘সোনু কে টিটু কি সুইটি’ হোক। যতবার এই দু’জন জুটিতে কাজ করেছেন ততবারই সাফল্য পেয়েছেন। মূলত, ইয়ং জেনারশনের প্রিয় এই জুটি।
‘সোনু কে টিটু কি সুইটি’ সাফল্যের ৭ বছর পর আরও একবার তারা কাজ করতে চলেছেন। বলা যেতে পারে, আরও একটি ব্লকব্লাস্টার ছবি। ছবির নাম কি তা নিয়ে এখনও কোনও তথ্য দেননি নির্মাতারা। তবে, শুটিং শুরু হবে আগামী বছর থেকে, আপাতত ছবির প্রি-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।
সূত্রের খবর, এই নিয়ে পঞ্চমতম কোলাবোরেশন করতে চলেছেন কার্তিক ও লাভ। সিনেমার বাকি কাস্ট নিয়েও এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত, কার্তিক এখন ব্যস্ত রয়েছে তাঁর পরবর্তী ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’র শুটিংয়ে।

