অবসর ভেঙে আবার মাঠে ফিরছেন কার্তিক

মুম্বই : গত জুনে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন দীনেশ কার্তিক। মঙ্গলবার জানা গেছে, অবসর ভেঙে আবার মাঠে ফিরছেন তিনি। তিনি এখন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলবেন। অর্থাৎ ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে দীনেশ কার্তিক দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এসএ টি-টোয়েন্টিতে খেলতে যাচ্ছেন।

কার্তিক খেলবেন পার্ল রয়্যালসের হয়ে। এটি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের দল। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। কার্তিক ভারতের হয়ে ১৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।

আইপিএলের আগামী দুই মরসুম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পরামর্শক ও ব্যাটিং কোচ হিসেবেও কাজ করবেন তিনি। নিয়মিত ধারাভাষ্যও দেন কার্তিক। এরই মাঝে ৩৯ বছর বয়সী কার্তিক দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টিতে খেলার ঘোষণা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =