বেঙ্গালুরু : অর্থ তছরুপ মামলায় কর্ণাটকের কারওয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক সতীশ কৃষ্ণ শৈল ওরফে সতীশ শৈলকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে ইডির বেঙ্গালুরু ইউনিট তাকে গ্রেফতার করেছে। বিধায়ককে বুধবার আদালতে হাজির করা হবে।
বিধায়ক সতীশকে ইডি-র গ্রেফতারি প্রসঙ্গে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, “সতীশ শৈলকে গ্রেফতার করার কী দরকার ছিল? তাঁরা কেবল কংগ্রেস বিধায়কদের নিশানা করছে। তাঁরা আমাদের নিশানা করার জন্য নিজেদের সীমার বাইরে যাচ্ছে।”

