মুম্বই :বলিউডের পরিচালক ও প্রযোজক করণ জোহর সামাজিক মাধ্যমে তাঁর সক্রিয় উপস্থিতির জন্য পরিচিত| সেই তিনিই হঠাৎই সোমবার রাতে নিলেন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত| জানালেন, এক সপ্তাহের জন্য ডিজিটাল জগত থেকে বিরতি নিচ্ছেন। সেটাও জানিয়েছেন সামাজিক মাধ্যমেই|
করণ জোহর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “ডিজিটাল ডিটক্স এক সপ্তাহের জন্য! কোনও অনর্থক স্ক্রলিং নয়, কোনও বার্তার উত্তর নয়, কোনও পোস্ট নয়! এই সময় ইউনিভার্স আমাকে ধৈর্য রাখার শক্তি দিক!”
করণ জোহরের এই হালকা মেজাজের ঘোষণা সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছে। দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকা এই চলচ্চিত্র পরিচালক-প্রযোজক প্রায় প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতেন অনুগামীদের সঙ্গে—নিজের নতুন প্রকল্প থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত, সবই।
যদিও এই বিরতি মাত্র এক সপ্তাহের জন্য| তাঁর অনুরাগীরা এই সিদ্ধান্তে অবাক হলেও আশ্বস্ত কারণ, করণের সঙ্গে সামাজিক মাধ্যমের সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে তিনি খুব শীঘ্রই আবার ফিরে আসবেন।

