চলতি বছরের নভেম্বরে‘ কুইন ২’ এবং ‘তনু ওয়ডেস মনু ৩’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন কঙ্গনা!

কঙ্গনা রনাওয়াতের (Kangn Ranaut) সাম্প্রতিক সিনেমা সেভাবে সাফল্য না পেলেও, কঙ্গনার ‘কুইন’ ও ‘তনু ওয়েডস মনু’ (Tanu Weds Manu) আজও দর্শকদের মুখে মুখে। শোনা যাচেছ, কঙ্গনা রনাওয়াতকে আবারও দেখা যেতে পারে এই দুই ছবির পরবর্তী ইনস্টলমেন্টে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের নভেম্বরে কুইনের সিক্যুয়েলের কাজ শুরু করবেন অভিনেত্রী। ছবির বেশ কিছু বিদেশে শ্যুট করার কথা ভাবছেন সিনেমা নির্মাতারা। কুইন ২ (Queen 2) ছাড়াও কঙ্গনার অন্য একটি হিট ‘তনু ওয়েডস মনু ৩’ নিয়ে কথাবার্তা চলছে বলে জানা গিয়েছে। আন¨ এল রাই ইতিমধ্যে ছবির স্ক্রিপ্ট তৈরি করে ফেলেছেন, ২০২৬ এর মধ্যে ছবি থিয়েটারে মুক্তিরও পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, তনু ওয়েডস মনু ৩ এ দ্বৈত চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ছবির আগের ইনস্টলমেন্টে কমেডির ছোঁয়া দেখা গিয়েছিল, তবে এবারের স্ক্রিপ্ট অন্য। আর মাধবন ও কঙ্গনার রি-ইউনিয়নের ওপর ফোকাস করেছেন বলে ছবির নির্মাতারা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − eleven =