কামিনে’র ১৬ বছর! শাহিদ কাপুরের উদ্দেশ্যে কী লিখলেন দেশি গার্ল?

নিজের কেরিয়ার জীবনে বরাবর ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপরা (Priyanka Chopra)। সেই ভিন্ন চরিত্রের মধ্যে অন্যতম ‘কামিনে’ (Kaminey) ছবির সুইটি। বলা যেতে পারে, সুইটি প্রিয়াঙ্কার কেরিয়ারের টার্নিং পয়েন্ট। ১৪ অগস্ট এই ছবিটি মুক্তির ১৬ বছর পূর্ণ হওয়ায় সেই ছবিরই স্মৃতিচারণা করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তিনি কীভাবে ছবিটির প্রস্তাব পেয়েছিলেন। ছবির নির্দেশক বিশাল ভরদ্বাজের (Vishli Bharadwaj) সঙ্গে কাজ করার তার ইচ্ছা পূরণ-সহ সহ-অভিনেতা শাহিদ কাপুরের (Shahid Kapoor) প্রশংসা করতে ভোলেননি।

প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ার পোস্টে লেখেন, বিশাল ভরদ্বাজ মিয়ামিতে এসে তাঁকে কামিনে-র গল্প শোনান। তিনি আরও লেখেন, শাহিদের দ্বৈত চরিত্রে তাঁর কাজ চিরকাল সবাই মনে রাখবে। আমোল গুপ্তও অনবদ্য ছিলেন। ভাবাই যায় না, ছবি মুক্তির প্রায় ১৬ বছর হয়ে গিয়েছে।

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপরা খুব শীঘ্রই দেখা যাবে এসএস রাজমৌলির পরবর্তী প্রোজেক্টে, বিপরীতে সম্ভাব্য থাকবেন দক্ষিণী তারকা মহেশ বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 14 =