সরকারি কাজে বাধা! আটক কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় 

কল্যাণী : সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করল পুলিশ। কল্যাণীর কাছারিপাড়ায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে পাঁচিল দেওয়ার কাজ চলছি। সেই কাজে বিগত কয়েকদিন ধরেই বাধা দিচ্ছিলেন বেশ কয়েকজন, এমনটাই অভিযোগ।

অভিযোগ, সেই ব্যক্তিদের না কী মদত দিচ্ছিলেন ওই বিজেপি বিধায়ক অম্বিকা। গতমঙ্গলবার বিকেলে এই বিষয়টিতে সব পক্ষকে নিয়েই মহকুমা শাসকের দফতরে বৈঠক হয়। অভিযোগ, তারপরও বৃহস্পতিবার কাজে বাধা দেয় তারা।

পাঁচিল দেওয়ার কাজ শুরু হলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ ওঠে অভিযুক্তদের বিরুদ্ধে। এরপরই বিধায়ক-সহ কয়েকজনকে আটক করে কল্যাণী থানার পুলিশ। তাদের থানায় নিয়ে আসা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =