কালনায় সিপিএমের হয়ে ভোটে জিতেই তৃণমূলে যোগ

নিজস্ব প্রতিবেদন, কালনা: পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রামসভায় আসনে জিতেই তৃণমূলে যোগদান বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের কাঁকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রামসভার আসনে জিতেই তৃণমূলের যোগদান করলেন এক প্রার্থী। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হা¥সদা ২৩ ভোটে সিপিএমের হয়ে জয়লাভ করেন। মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭ টি আসনেই জয়লাভ করেছিল, একটি আসনে কেবলমাত্র সিপিএম জয়লাভ করে। আর গণনাকেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূলে যোগদান করেছেন বলে জানান সংবাদ মাধ্যমকে। আদতে তৃণমূলই করতেন, তাই তিনি ফের দলে ফিরে গিয়েছেন বলে দাবি গীতাদেবীর।
এ প্রসঙ্গে তাঁর দাবি, ‘আগে আমি তৃণমূলই করতাম। কিছু কারণে রাগের বশে সিপিএমে যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম।’ চাপের কারণে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান এমন বামেদের দাবি হলেও, তা মানতে চায়নি শাসকদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eight =