হাবড়া: মুখ্যমন্ত্রীর নির্দেশে জ্যোতিপ্রিয়র হাত ধরে হাবড়ায় আগুনে পুড়ে ভস্মীভূত বস্তিবাসীর ঘর তৈরি করে বেশ কিছু সামগ্রী তুলে দিলেন ৩৩টি পরিবারকে। হাবড়া রেল কলোনির পুড়ে যাওয়া বাড়ি নতুন করে তৈরি করে দিল রাজ্য সরকার। ™াশাপাশি পরিবারগুলোকে দেওয়া হল রান্নার বিভিন্ন উপকরণ, নিত্য প্রয়োজনীয় আনাজ, শীতবস্ত্র। গত মাসের ১৪ তারিখ হাবড়ার নেহেরুবাগ বটতলা রেল কলোনি এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে যায় ৩৩টি ঘর। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যাওয়া ঘরের জায়গায় নতুন ঘর তৈরি করে দেওয়া হল সরকারি উদ্যোগে। হাবড়া পুরসভা ও হাবড়ার বিধায়কের তৎপরতায় বাড়ি পুড়ে যাওয়ার মাস খানেকের মধ্যে নতুন ঘর তৈরি করে দেওয়ায় খুশি রেল কলোনির বাসিন্দারা। রবিবার ঘটনাস্থলের কাছেই অস্থায়ী মঞ্চ বেঁধে এলাকার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উপস্থিতিতে পুড়ে যাওয়া বাড়ির পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয় নতুন ঘরের চাবি। পাশাপাশি দেওয়া হয় গ্যাসওভেন সহ রান্নার বিভিন্ন উপকরণ ও চাল, ডাল, তেল, নুনের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী। সব হারানোর পর দিশেহারা এই পরিবারগুলোর পাশে সরকার দাঁড়ানোয় তারা যথেষ্ট খুশি। এতদিন গৃহহারা মানুষদের আস্তানা ছিল হাবড়া মডেল হাই ßুñল। সেখানে তিন বেলা খাবারের ব্যবস্থা করেছিল হাবড়া পুরসভা। এদিন গৃহহারা মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বনগাঁ পুরসভাও। এদিন মন্ত্রী জ্যেতিপ্রিয় মল্লিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই পরিবারগুলোকে আমরা দ্রুত বাড়ি তৈরি করতে পেরেছি। ঘটনার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমুহূর্তে এই পরিবারগুলোর নজর রাখছিলেন তারা কেমন আছেন কি খাচ্ছেন। তৃণমূল সবসময় মানুষের পাশে থাকে মানুষের বিপদে সাহায্য করে। এদিন বনগাঁ পুরসভাও হাবড়ার এই বস্তিবাসীর সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। তবে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আরও বলেন, শনিবার দত্তপুকুরের নীলগঞ্জে বিজেপি নেতার গালে তৃণমূল কর্মীর চড় মারার ঘটনায় প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয় মল্লিকের। জ্যোতিপ্রিয় বিজেপি নেতাকে উদ্দেশ্যে করে বলেন, উনি কেন ওখানে যেতে গেলেন? কোনও অভিযোগ থাকলে লিখে কাউকে দিয়ে পাঠাতে পারতেন। এতে ওনাদের উস্কানি আছে। অভিযুক্ত গ্রেপ্তার না হওয়া নিয়ে জ্যোতিপ্রিয় বলেন পুলিশ বিষয়টি দেখছে, বেলেবেল সেকশন রয়েছে পিয়ার বন্ডে থানা থেকেও জামিন দিয়ে দিতে পারে। তবে তিনি এই উল্লেখ করেন চড় মারাটা কাম্য নয়। হাবড়ার একটি কর্মসূচিতে এমন মন্তব্য করেন জ্যোতিপ্রিয় মল্লিক। আরও বলেন, বিজেপি চক্রান্ত করে দিদির দূত কর্মসূচিতে বিক্ষোভ করাচ্ছেন এবং মিড ডে মিলের খাবারে সাপ-টিকটিকি বিজেপি চক্রান্ত করে দিয়ে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন এমনটাই মন্তব্য বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের।