গ্রুপ-ডি র চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল মামলায় আইনজীবীকে হুঁশিয়ারির বার্তা বিচারপতির

গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল মামলায় তাঁদেরই আইনজীবী কৌস্তুভ বাগচীকে সতর্ক করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। বিচারপতির মতে, আদালতে কী ভাবে আচরণ করতে হয়, তা বোধ হয় জানেন না আইনজীবী। সেই সঙ্গে তাঁর সতর্কবার্তা, আদালতকে অসম্মান করলে সেখানে ঢোকা বন্ধ হয়ে যাবে।
বুধবার সন্ধ্যায় শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিলের কর্মসূচিতে আদালতের নির্দেশে বাধা কাটে। তবে এই মিছিল আটকাতে হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশকে চ্যালেঞ্জ করে মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্য। এ নিয়ে মামলা রুজুর অনুমতিও দেয় আদালত। তবে মঙ্গলবার দুপুরে এই মামলার শুনানির সময় নির্ধারণ করা নিয়ে বিচারপতি মুখোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আইনজীবী কৌস্তুভ। আর এই বাদানুবাদের কারণ, বিচারপতি মুখোপাধ্যায় মঙ্গলবার বিকেল ৪টেয় শুনানির কথা বললেও অন্য সময় তা শুরু করার কথা বলেন আইনজীবী কৌস্তুভ। শুধু তাই নয়, গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ এমনও বলেন এখানে ব্যক্তিগত স্বার্থ রয়েছে বিচারপতি আই পি মুখোপাধ্যায়ের। তারই প্রত্যুত্তরে বিচারপতি স্পষ্ট হুঁশিয়ারির সুরে বলেন, ‘আপনার স্বার্থ রয়েছে সেটা বলুন। এক জন আইনজীবী হিসাবে আদালতের সঙ্গে কী ভাবে ব্যবহার করা উচিত তা মনে হয় আপনার জানা নেই। আইনজীবী হিসাবে নিজের মর্যাদা, আদর্শ বজায় রাখুন। আদালতকে সম্মান করতে শিখুন। না হলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলব বার কাউন্সিলকে। কোর্টে ঢোকা বন্ধ হয়ে যাবে। সতর্ক করছি আদালতের সঙ্গে সঠিক আচরণ করুন।‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + six =