কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ বিচারপতি শিবজ্ঞানমের

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোস হাইকোর্টের ১ নম্বর এজলাসে তাঁকে শপথবাক্য পাঠ করাবেন। প্রসঙ্গত, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব অবসর নেওয়ার পরে গত ৩১ মার্চ থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি শিবজ্ঞানম। ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর অবসর নেওয়ার কথা।
২০০৯ সালে চেন্নাই হাইকোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করেন তিনি। ২০২১ সালের ২৫ অক্টোবর কলকাতায় বদলি হয়ে আসেন। তিনি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নেওয়ার পর থেকে দ্রুত শুনানি করার পথেই হাঁটছেন বলে ধারনা আইনজীবী মহলের। বিশেষ করে দীর্ঘদিনের পুরোনো মামলা চটজলদি শুনানি করে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে মামলার নিষ্পত্তি করে দিচ্ছেন। পাশাপাশি সংবাদমাধ্যমের খবরের ভিত্তিতে যে সব জনস্বার্থ মামলা করা হচ্ছে এবং তার জন্য আদালতের সময় নষ্ট করা হচ্ছে তা-ও বন্ধ করতে কঠোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই এমন বেশ কিছু মামলা হয় প্রত্যাহার করেছেন বা খারিজ করেছেন তিনি, এমনটাই খবর আদালত সূত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − nine =