পঞ্চায়েত নির্বাচন পর্ব শেষ হয়েছে প্রায় দেড় মাস। এদিকে প্রায় দেড় মাস কেটে গেলেও কলকাতা হাইকোর্টে একাধিক মামলার নিষ্পত্তি হয়নি এখনও। প্রায় প্রতিদিনই চলছে শুনানি। কোনও মামলা হয়েছে ব্যালট নিয়ে আবার কোথাও ইস্যু গণনা কেন্দ্রে গন্ডগোল। তবে এবার এই সব মামলার দ্রুত নিষ্পত্তি করতে চাইছেন বিচারপতি অমৃতা সিনহা। আর সেই কারণেই এবার এই বিভিন্ন সমস্যা সংক্রান্ত একগুচ্ছ মামলার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চাইলেন বিচারপতি অমৃতা সিনহা। আদালত সূত্রে খবর, আগামী শনিবার ওই সব ফুটেজ দেখবেন বিচারপতি। সূত্রে এ খবরও মিলছে যে, সোমবার শুনানি চলাকালীন এমনটাই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, সোমবারও এদিনও একাধিক পঞ্চায়েত সংক্রান্ত মামলার শুনানি চলছিল তাঁর বেঞ্চে। যে সব জায়গায় বুথ ও গণনা কেন্দ্রে গন্ডগোল, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স লুঠ বা মারামারি-র মতো অভিযোগ উঠেছিল, সেগুলির নিষ্পত্তি করতেই সব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় আদালত। রেজিস্ট্রার জেনারেলের অফিসে সে সব ফুটেজ সংরক্ষিত আছে। বিচারপতি অমৃতা সিনহা সেগুলি এজলাসে হাজির করার নির্দেশ দিয়েছেন। শনিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও ব্যতিক্রমী ভাবেই সেই দিনটিকে বেছে নেওয়া হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর, শনিবার দিন নির্দিষ্ট করা হয়েছে। শুধু তাই নয়, এদিন সব পক্ষের আইনজীবীদের উপস্থিতিতেই ওই ফুটেজ দেখতে চান তিনি। বিচারপতির মন্তব্য, বেশ কিছু মামলা আছে যার রায় দিতে হলে ওই সব ফুটেজ দেখা জরুরি। তাই শনিবার বেলা ১১ টা থেকে টানা এই মামলাগুলির জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। এদিকে আবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত বেশি মামলায় বিরক্ত হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি জানিয়েছেন, গুরুত্বপূর্ণ মামলা ছাড়া আর কিছু শোনা হবে না।