ডিএ-র দাবিতে মিছিলে টি-শার্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখ

কলকাতা: ডিএ-র দাবিতে মহামিছিল রাজপথের বুকে। আর সেই মিছিলেই স্বেচ্ছাসেবকদের বুকে বুকে ঘুরে বেড়ালেন ইতিমধ্যেই ‘মসিহা’ বলে জনপ্রিয় হওয়া কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
শনিবারের মহামিছিলে কয়েক জন স্বেচ্ছাসেবককে দেখা গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখ আঁকা টিশার্ট পরে ঘুরতে। আবার কিছু স্বেচ্ছাসেবকের টিশার্টে এক হাতে ন্যায়ের দাঁড়িপাল্লা, অন্য হাতে দুর্নীতির উপর রোলার চালানোর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কার্টুন।
কেন্দ্রীয় হারে ডিএ-সহ একাধিক দাবিতে আ¨োলনে সামিল রাজ্যের সরকারি কর্মচারীদের একটি বড় অংশ। পূর্বঘোষণা মতোই এদিন কলকাতার রাজপথে মিছিল করেন আ¨োলনকারীরা।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাড়া, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে যায় ডিএ আ¨োলনকারীদের মহামিছিল। তাতে আলাদা করে নজর কাড়ে বেশ কয়েকজনের সাদা রংয়ের টি-শার্ট। যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ।
ইতিমধ্যেই শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক মন্তব্য, নির্দেশ চাকরিপ্রার্থীদের মধ্যে ন্যায়বিচারের নতুন আশা জাগিয়েছে। অনেক মানুষের কাছেই তিনি ‘হিরো’। বিচারপতির সততা, ব্যক্তিত্ব জনমনে আলোড়ন ফেলেছে।
উদ্যোক্তাদের একটি অংশের দাবি, মিছিল সামলানোর জন্য স্বেচ্ছাসেবকদের হাতে বেশ কিছু টিশার্ট তুলে দেওয়া হয়েছিল। তাতে যেমন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ছবি দেওয়া টিশার্ট ছিল, তেমনই ছিল ডিএ আন্দোলনের মূল দাবিদাওয়া সংক্রান্ত স্লোগানের ছবি দেওয়া টিশার্ট। এ ব্যাপারে মহামিছিলের মূল উদ্যোক্তা সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য পীযূষকান্তি রায় বলেন, ‘জাস্টিস গঙ্গোপাধ্যায় দুর্নীতিমুক্ত সমাজের চেষ্টা করছেন। আমরাও ঠিক সেটাই চাই। তাই প্রতীকী ভাবে টিশার্টে এই ছবি দেওয়া হয়েছে।’

মিছিলনগরী কলকাতা বহু মিছিল দেখেছে। কোনও না কোনও ইস্যুতে ডাকা মিছিলে সামিল হননি, এমন মানুষ মহানগরীতে বিরল বললে অত্যুক্তি হয় না। বহু মিছিলেই বহু উদ্ভাবনী ব্যানার, প্ল্যাকার্ড, স্লোগান দেখে-শুনে অবাকও হয়েছে কলকাতা। কিন্তু কোনও বিচারপতি বা বিচারকের ছবি দেওয়া টিশার্ট পরে মিছিল; সেই অর্থে প্রথম। সে দিক থেকে ডিএ-র দাবিতে কলকাতার রাজপথে শনিবারের মিছিল আলাদা ছাপ রেখে গেল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =