কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে পার্টি করার নির্দেশ বিচারপতি সিনহার

কুন্তল ঘোষ সম্পর্কিত নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। ফলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বিচারপতি সিনহার বেঞ্চে স্থানান্তর হওয়া নিয়োগ দুর্নীতি মামলায় ফের যেন এক নয়া মোড়। আদালত সূত্রে খবর, আগামী ১২ মে এই মামলার পরবর্তী শুনানি। সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনবে কোর্ট।
এর আগে এই মামলাতেই দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন এই মামলায় একই সপর বিচারপতি সিনহার কথাতেও। অমৃতা সিনহার এজলাসে এই প্রসঙ্গ উঠতেই প্রশ্ন করেন,’অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তদন্তে সহযোগিতা করতে সমস্যা কোথায়? যেকোনও কাউকে জিজ্ঞাসাবাদ করতেই পারে তদন্তকারী সংস্থা। এতে অসুবিধা কোথায়? তদন্তে সহযোগিতা করলে আপনার সমস্যা কোথায়?’ পাশাপাশি এও বলেন, ‘তদন্তের সময় একাধিক ব্যক্তির নাম আসতেই পারে। এতে একজনের নাম এলে তিনি সহযোগিতা কেন করবেন না? একটু বেশি আশঙ্কায় ভুগছেন। তদন্ত দুদিন বন্ধ থাকবে কেন?’, সোমবার এমন প্রশ্নও করতে দেখা যায় বিচারপতি অমৃতা সিনহাকে।
এর আগে কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারাধীন বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার নিয়ে ওঠে আপত্তি। সেই সাক্ষাৎকারের তর্জমা শোনার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের নির্দেশে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সৌমেন নন্দী এবং রমেশ মালিক মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে বিচারপতি সিনহার বেঞ্চে পাঠান। সেই মামলার শুনানিতেই এদিন এই নয়া নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 20 =