পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে: বিচারপতি গঙ্গোপাধ্যায়

বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে মঙ্গলবার ক্ষোভ উগরে দিতে দেখা গেল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। একইসঙ্গে তাঁর অভিযোগ, ‘এটা তো সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গে বিচার ব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা চলছে। কোনও একটা অংশ জেলার বিচারপতিদের সন্ত্রস্ত করে নিজেদের পথে আনতে চাইছে।’ তবে এমন কেন করা হল তা তদন্ত সাপেক্ষ বলেই মনে করে তিনি।  সঙ্গে এও বলেন, ‘এত সাহস কোন দুর্বৃত্তদের হচ্ছে দেখা দরকার।’ পাশাপাশি বিচারপতি এও জানান, এভাবে বিচারব্যবস্থাকে ভয় দেখানো যাবে না। কোনও দলের নাম উল্লেখ না করলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় এদিন একপ্রকার হুঁশিয়ারির সুরেই জানান,  এসব কারা করছে, সেটা তিনি জানেন। পাশাাপাশি এও বলেন, এমন ঘটনা হাই কোর্টে আগে কখনও দেখেননি তিনি। কারা এই কাজ করছেন, তাঁদের খুঁজে বের করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সঙ্গে এও জানান, শাসক দলও এই বিষয়টাকে সমর্থন করেন না বলে জানতে পেরেছেন তিনি।

প্রসঙ্গত, সোমবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার  বেঞ্চ বয়কটের ডাক দিয়ে বিক্ষোভ দেখান আইনজীবীদের একাংশ। মঙ্গলবার সকালে আদালত খোলার পরও আইনজীবীদের একাংশ বিচারপতি মান্থার এজলাস বয়কটে অনড় থেকে শুনানিতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন। এমনকী হাই কোর্টে বিচারপতি মান্থার বিরুদ্ধে পোস্টার পড়ে। আইনজীবীদের তাঁর এজলাসে যেতে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে।এই প্রসঙ্গে সোমবার সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় জানান, ‘ভারতের বিচারব্যবস্থা এত ঠুনকো নয়। এত সহজে বিচারব্যবস্থাকে ভয় দেখানো যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + seven =