ফের মুখ্যমন্ত্রীর প্রশংসা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখে

বুধবার ফের আরও একবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা। একটি মামলার শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘সরকার যদি সঠিক ভূমিকা পালন করে থাকে তবে মুখ্যমন্ত্রীর কাজের অবশ্যই প্রশংসা করব।’ শুধু তাই নয়, পাশাপাশি শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়েও ইতিবাচক মন্তব্য শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। এই প্রসঙ্গেও তিনি বলেন, ‘শিক্ষা পর্ষদও যদি ভালো কাজ করে তবে তার প্রশংসা আমি করবই।’ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা চলাকালীনই এদিন এহেন মন্তব্য করতে শোনা যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অথচ এই এজলাসে বসেই একাধিকবার রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় বিচারপতিকে। তবে এবার  তাঁর মুখে উপর্যপরি মুখ্যমন্ত্রীর প্রশংসা রীতিমতো বঙ্গ রাজনীতির চর্চার বিষয় হয়েই যে দাঁড়াল তাতে সন্দেহ নেই। তবে এদিন এরই পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় এও মনে করিয়ে দেন, ‘যদি দেখি শিক্ষা পর্ষদ কোনও ভুল কাজ করছে তবে তার সমালোচনাও আমি করব। এর পিছনে অন্য কোনও কারণ নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 3 =