মানিক ভট্টাচার্যকে নিয়ে এবার বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সোমবার প্রাক্তন পর্ষদ সভাপতির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কারণ, তাঁর বিরুদ্ধে সঠিকভাবে ওএণআর শিট জমা না দেওয়া নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এক চাকরিপ্রার্থী। এই মামলার পরিপ্রেক্ষিতে শাস্তিস্বরূপ মানিক ভট্টাচার্যকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছিল আদালত।তবে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই জরিমানার টাকা জমা করেননি প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। আর তাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টকে। তবে এ ক্ষেত্রে বিচারপতি এও জানিয়েছেন, যদি মানিক ভট্টাচার্য তাঁর জরিমানার পাঁচ লাখ টাকা ফেরত দিয়ে দেন, তবে বাজেয়াপ্ত করার সম্পত্তি তাঁকে পুনরায় ফেরত দেওয়া হবে।