কলকাতা : গণ- সম্মেলনের জন্য আলিপুরে রাজ্য সরকারের ‘ধনধান্য’ অডিটোরিয়াম পেলেন না জুনিয়র ডক্টর্স ফ্রন্টের চিকিৎসকরা। তার বদলে এসএসকেএম হাসপাতালের অডিটোরিয়ামে গণ-কনভেনশন হবে ২৭ সেপ্টেম্বর বিকাল চারটেয়।
ধনধান্য অডিটোরিয়ামে গণকনভেনশন পাওয়া নিয়ে নগরোয়ন্ন মন্ত্রী ফিরহাদ হাকিমের কাছ থেকে মৌখিক আশ্বাস পেলেও বুধবার তা পাওয়া যাবে না বলেই জানানো হয় চিকিৎসকদের ৷
পাশাপাশি শহরের অন্য আরও কয়েকটি অডিটোরিয়াম তাঁদের কনভেশনের জন্য দিতে অস্বীকার করেছে বলে জানা গিয়েছে। বুধবার রাতে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “কোনও এক অজ্ঞাত কারণে আমাদের বুকিং বাতিল করে দেওয়া হয়েছে৷ নজরুল মঞ্চ, কলামন্দির-সহ একাধিক সভাগৃহ আমাদের কনভেনশন করতে দিতে অস্বীকার করেছে৷ তাদের বক্তব্য, তোমাদের প্রতিবাদ তো শেষ হয়ে গিয়েছে৷ এখনও কেন এসব যুক্তিহীন কর্মসূচি করছ৷”