জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি, রাজ্যকে ডেডলাইন বেঁধে অচলাবস্থা তৈরি! কটাক্ষ কুণালের

নন্দীগ্রাম : রাজ্যে জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবি নিয়ে রাজ্য সরকারকে ডেডলাইন বেঁধে দিয়েছেন। আগামী মঙ্গলবার থেকে কার্যত রাজ্যে অচলাবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জুনিয়র ডাক্তারদের দাবির মুখে রাজ্য সরকারের তরফ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট পদক্ষেপের কথা জানা যায়নি।

এই প্রসঙ্গে রবিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, “এই সরকার সংবেদনশীল, এটি জ্যোতি বসুর সরকার নয়। কিছু বাম এবং অতি বাম শক্তি জুনিয়র ডাক্তারদের আবেগকে বিপথে চালিত করছে। রাজনৈতিক অপশক্তিরা বাচ্চা ছেলেমেয়েদের ঘুঁটি করে রাজ্যে অচলাবস্থা তৈরির চেষ্টা করছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিভাবকের মতো তাদের পাশে রয়েছেন।”

জুনিয়র ডাক্তারদের দাবি ও আন্দোলন রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =