মহারাষ্ট্র বিধানসভায় বৃহস্পতিবারই শক্তি পরীক্ষার মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগবতকে চিঠি লিখে বেলা ১১টায় বিশেষ অধিবেশনের ডাক দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই অধিবেশনেই উদ্ধবকে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার সুযোগ দেওয়া হবে।
তবে আস্থাভোটের আগে উদ্ধবের চিন্তা বাড়িয়েছেন এনসিপি-র দুই বিধায়ক। সূত্রের খবর, দুই বিধায়ক কোভিডে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে মহা বিকাশ অঘাড়ি সরকারের বেসুরো বিধায়ক একনাথ শিন্ডের নেতৃত্বে অন্যান্য বিক্ষুব্ধ বিধায়কেরাও আস্থাভোটে অংশ নিতে মুম্বই ফিরে আসবেন। একনাথ শিন্ডে এবং মহারাষ্ট্রের ৪ জন বিক্ষুব্ধ বিধায়ক বুধবার সকালে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিন্ডে বৃহস্পতিবারই মুম্বই যাবেন বলে জানান।
বুধবার সকালে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পূজার্চনা করেছেন একনাথ শিন্ডে ও মহারাষ্ট্রের ৪ জন বিক্ষুব্ধ বিধায়ক। কামাখ্যা মন্দির ব্যবস্থাপনা কমিটি তাঁদের স্বাগত জানায়। একনাথ শিন্ডে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, মহারাষ্ট্রের শান্তি ও সুখের জন্য প্রার্থনা করতে এসেছি। বৃহস্পতিবার আস্থা ভোটের জন্য মুম্বই যাব এবং সমস্ত প্রক্রিয়া অনুসরণ করব।
বৃহস্পতিবার মহারাষ্ট্র বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে শক্তিপরীক্ষার মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শিবসেনার দায়ের কথা আবেদনের শুনানি বুধবার বিকেলে শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। ঘটনাচক্রে, তারই মধ্যে ফের মন্ত্রিসভার সদস্যদের বৈঠক শুরু করেছেন উদ্ধব।
শিবসেনার তরফে জানানো হয়েছে, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের নামাঙ্কিত শহর ঔরঙ্গাবাদের নাম বদলে ছত্রপতি শিবাজির ছেলের স্মৃতিতে ‘শম্ভাজি নগর’ করার প্রস্তাব নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। উদ্ধব ঘনিষ্ঠ শিবসেনা মন্ত্রী অনিল পরব বলেছেন, ‘ঔরঙ্গাবাদের নাম বদলে শম্ভাজি নগর করার বিষয়ে বুধবারের মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে।’ বুধবার বিকেলেই শুরু হয়েছে বৈঠক।