কলকাতা : শনিবার সেন্ট্রাল স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে একজন ঝাঁপ দেন। তার ফলে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত চলে মেট্রো। মাঝের অংশে ট্রেন না চলায় চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।
সূত্রের খবর, শনিবার বেলা ১১টা ৫৫ মিনিট নাগাদ সেন্ট্রাল মেট্রো স্টেশনে একজন ঝাঁপ দেন। তারপর থেকে আপ এবং ডাউন দুই শাখায় ব্যাহত পরিষেবা। তার ফলে চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা।
প্রসঙ্গত, গত ১২ দিনে আত্মহত্যার চেষ্টার একাধিক ঘটনা এবং বৃষ্টির জল মেট্রোর সুড়ঙ্গে ঢুকে যাওয়ায় অন্তত তিন বার কলকাতা মেট্রোর পরিষেবা বিঘ্নিত হল।

