কলকাতা : ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে সময়বদ্ধ ও কঠোর আইন প্রণয়নের দাবি জোরালো হয়েছে। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলার প্রস্তাবিত ধর্ষণবিরোধী বিলই এই লড়াইয়ে পথ দেখাচ্ছে।
তিনি কেন্দ্র সরকারকে আহ্বান জানান, আসন্ন সংসদ অধিবেশনে একটি অধ্যাদেশ বা সংবিধান সংশোধনীর মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করতে। তাঁর মতে, ধর্ষণের মামলার বিচার ও সাজা ৫০ দিনের মধ্যে সম্পন্ন হওয়া উচিত।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, বাংলার এই পদক্ষেপই অন্য রাজ্য ও কেন্দ্রকে সঠিক দিশা দেখাবে।