জীবনকৃষ্ণের ঘটনায় তদন্তের অগ্রগতি দেখে সিবিআইকে ভর্ৎসনা বিচারকের

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জীবনকৃষ্ণের ঘটনার তদন্তের অগ্রগতি দেখে সিবিআইকে ভর্ৎসনা করতে দেখা গেল আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারককে। শুক্রবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে এদিন পেশ করা হয় আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। এদিন শুনানিতে বিচারক সিবিআই আইনজীবীর থেকে তদন্তের অগ্রগতি রিপোর্ট দেখতে চান। কিন্তু এদিন তা দেখাতে পারেননি সিবিআই আইনজীবী। সঙ্গে সাফাই দিতে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, ‘তদন্তে কী বাকি আছে, তা দেখতে হবে।’ সিবিআই আইনজীবীর এমন বক্তব্যে কিছুটা অসন্তুষ্ট হতে দেখা যায় আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারককে। এরপরই বিচারক জানান, ‘আপনারাও অন্য কিছু বলুন। রোজ একই গজল গাইছেন।’ এরই পাশাপাশি বিচারক এ প্রশ্নও তোলেন, ‘এক মাস আগে স্ট্যাটাস রিপোর্ট দিয়েছেন। তাহলে কি একমাসে তদন্ত হয়নি? আগে রিপোর্ট দিন, পরে জামিনের শুনানি হবে।’ এরই পাশাপাশি শুক্রবার তদন্তকারী সংস্থাকে  এক একজন বন্দিকে সংশোধনাগারে রাখার জন্য সরকারের খরচের কথা স্মরণ করিয়ে দিয়ে সিবিআই-এর আইনজীবীকে বিচারক এদিন এ প্রশ্নও করেন, ‘আপনারা জানেন না একজন বন্দিকে রাখলে সরকারের কত খরচ হয়?’

উল্লেখ্য, জীবনকৃ্ষ্ণ সাহার বাড়িতে ৬৫ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই হানা চলাকালীনই পাঁচিলের উপর উঠে পুকুরে মোবাইল ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। সেই অভিযানে তৃণমূল বিধায়ককে পাকড়াও করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু এদিন আদালতে সিবিআই তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে না পারায় কিছুটা অসন্তুষ্টই হন বিচারক।

এরপর এদিন আদালত চত্বরের বাইরে জীবনকৃষ্ণের আইনজীবী বললেন, ‘আমরা বিচারপ্রার্থী। আমরা বিচার পাচ্ছি না। যাঁরা চাকরি পাচ্ছেন না বলে অভিযোগ তুলছেন, তাঁরাও বিচার পাচ্ছেন না। এই কথাটি এদিন আমরা তুলে ধরি বিচারকের কাছে। তাতে বিচারক অত্যন্ত ক্ষুব্ধ হলেন। বিচারক আগের দিনও বলেছিলেন, এদিনও বললেন রিপোর্ট দিতে হবে। আগে যাই স্ট্যাটাস রিপোর্ট দিয়ে থাকুন, আবার ফ্রেশ স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে।’

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + thirteen =